ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রায়পুরায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও পেয়ারা চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী

প্রকাশিত: ০০:৪৬, ২৫ মে ২০২৫

রায়পুরায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও পেয়ারা চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও অপরদিকে বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগীতায় পেয়ারা চাষের উপর ৪০ জন কৃষককে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস সভা ও শ্রীরামপুর ট্রেনিং সেন্টারে পেয়ারা চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল হাই।

অপরদিকে পেয়ারা চাষ প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্ভিদ  সংরক্ষণের উইং এর সাবেক পরিচালক মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান,সমাজসেবা অফিসার খলিলুর রহমান সজীব,কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

কৃষকরা বলেন, পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে শেখানো উপায়ে আমরা চাষাবাদ করে লাভবান হবো। 
উক্ত প্রোগ্রামে আমাদের চাষাবাদের জন্য জমি তৈরি থেকে শুরু করে ফসল বিক্রি পর্যন্ত সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। যার ফলে আমরা উপকৃত হয়েছি। 

অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তারা, কংগ্রেসে প্যাকেজ প্রযুক্তিজ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকায় কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ,খাদ্য পুষ্টি, কৃষিপণ্য মূল্য শৃঙ্খলা এবং পার্টনারের প্রযুক্তি ও কলাকৌশল সমূহের টেকসই বিষয়ক সমূহ নিয়ে আলোচনা করেন।

রাজু

×