
ছবি: সংগৃহীত
ভূমি সেবা ব্যবস্থাকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে প্রযুক্তিনির্ভর নানা পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মেলা ২০২৫’-এর প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় জটিলতার জায়গা হচ্ছে জরিপ। এখনো আমরা ১৮৮৮ সালের ব্রিটিশ আমলের সিএস জরিপকে ভিত্তি করে কাজ করি, যেটি করতে সময় লেগেছিল ৫২ বছর। অথচ তখন জমির মালিক ছিল মাত্র দু-একজন, তবুও এত সময় লেগেছে। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই কাজ কয়েক সেকেন্ডেই করা সম্ভব।’
সিনিয়র সচিব জানান, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ প্রক্রিয়ায় দ্রুততা আনা হচ্ছে। এখন আর হাতে চেইন টেনে জমি মাপতে হয় না। ড্রোন দিয়ে আকাশ থেকে প্রতি মিনিটে ৫০০–৬০০টি ছবি তোলা সম্ভব, যা সরাসরি সফটওয়্যারে পাঠিয়ে মুহূর্তেই ম্যাপ তৈরি করা যায়।’
তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া এ প্রযুক্তিগত সহায়তায় আগ্রহ দেখিয়েছে এবং সম্ভাব্য প্রাথমিক ব্যয় হিসেবে ৮০০ থেকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে।
ভূমি সেবায় প্রযুক্তির বিপ্লব: ড্রোন দিয়ে জরিপ
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সাল থেকে শুরু হওয়া একটি প্রকল্পের আওতায় সম্প্রতি বাংলাদেশের ছয়টি অঞ্চলে ড্রোন ব্যবহার করে জরিপ (এয়ারো সার্ভে) কার্যক্রম চালানো হয়। কোরিয়ার প্রযুক্তি সহায়তায় মাত্র ১০ দিনের মধ্যে এসব এলাকার সম্পূর্ণ জরিপ শেষ করা সম্ভব হয়েছে।
সিনিয়র সচিব বলেন, ‘এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে সারাদেশে ডিজিটাল জরিপ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছি।’
ভূমি বিরোধ কমাতে নির্ভুল ডিজিটাল জরিপের গুরুত্ব
ভূমি সংক্রান্ত বিরোধ ও মামলার প্রসঙ্গ টেনে সচিব বলেন, ‘দেশের প্রায় ৮০ ভাগ মামলা ভূমি নিয়ে, যার বেশির ভাগই হয় পারিবারিক বিরোধ থেকে—ভাই ভাই, চাচা-ভাতিজা কিংবা বোনের সঙ্গে প্রতারণার ঘটনা। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ জরিপ ব্যবস্থা গড়ে তোলা। আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের ভূমি সমস্যা অনেকটাই দূর হবে।’
তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে এই লক্ষ্যেই কাজ শুরু করেছে এবং জনগণকে হয়রানিমুক্ত, আধুনিক ও টেকসই ভূমি সেবা প্রদানের অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে।’
সূত্র: https://www.youtube.com/watch?v=87CYfmEREvY
রাকিব