ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুটিং করতে গিয়ে আইসিইউতে মিলি সাইরাস

প্রকাশিত: ০৯:৪২, ২৫ মে ২০২৫; আপডেট: ০৯:৫১, ২৫ মে ২০২৫

শুটিং করতে গিয়ে আইসিইউতে মিলি সাইরাস

ছবিঃ সংগৃহীত

মিলি সাইরাসের নতুন গান "Walk of Fame"-এর মিউজিক ভিডিও শুটিং শেষে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা—তাঁকে ভর্তি হতে হলো হাসপাতালে, এমনকি কিছু সময়ের জন্য আইসিইউতেও ছিলেন তিনি।

শুক্রবারের “Jimmy Kimmel Live” অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে সাইরাস জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে ভিডিওটি শুট করার সময় তিনি হলিউড ওয়াক অব ফেমে মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। সেই সময়ের এই ক্রিয়েটিভ কাজের মাসখানেক পর, নভেম্বরের থ্যাঙ্কসগিভিংয়ে, তিনি হঠাৎ গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন।

মিলি বলেন, “আমি ওই ভিডিওটা অক্টোবর মাসে করেছি, আর নভেম্বরের থ্যাঙ্কসগিভিংয়ের সময় আমাকে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। যদিও এটা খুব অল্প সময়ের জন্য ছিল। তবে আমার মনে হয়, থ্যাঙ্কসগিভিংয়ের কারণে ইমার্জেন্সি রুমে অনেক ভিড় ছিল—কেউ হয়তো টার্কির হাড় গিলে ফেলেছে, এমনও ছিল। তবে আমার হাঁটুতে, বিশেষ করে হাঁটুর ক্যাপের আশপাশে, এক অদ্ভুতভাবে পচন ধরেছিল।”

ডাক্তাররা প্রথমে কারণ খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে একজন চিকিৎসক মিলিকে জিজ্ঞেস করেন, “আপনার কি কোনো ধারণা আছে কেন আপনার হাঁটুতে এমন ভয়ানক সংক্রমণ হয়েছে?”

তখন সাইরাস বুঝতে পারেন—ওই সময় ভিডিওর জন্য ওয়াক অব ফেমের ময়লা রাস্তায় গড়াগড়ি খাওয়ার কারণেই হয়েছে এই অবস্থা। তিনি জানান, সেই চিকিৎসক তাঁর হাঁটুর অবস্থা দেখে শুধু একটাই শব্দ বলেন: “ইয়াক!”

মিলির ভাষায়, “ওই ডাক্তার তো মৃতদেহ কেটে-ছেঁড়ে দেখে, তাদের গায়ের ভিতরের অংশ পর্যন্ত দেখে। কিন্তু আমাকে দেখে তিনি বলছেন আমি গা ঘিনঘিনে।”

জিমি কিমেল তখন প্রশ্ন করেন, শুটিংয়ের আগে রাস্তাটা কি স্যানিটাইজ করা হয়েছিল? মাইলির জবাব: “একেবারেই না, সেসব কিছুই হয়নি।”

এই ঘটনার পর, বোঝাই যাচ্ছে—মিলি সাইরাস আর সহজে হলিউড ওয়াক অব ফেমে গড়াগড়ি খাবেন না।

নোভা

×