ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কান চলচ্চিত্র ইতিহাসে প্রথম পুরস্কার পেল বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ২৫ মে ২০২৫

কান চলচ্চিত্র ইতিহাসে প্রথম পুরস্কার পেল বাংলাদেশ

‘আলী’

বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ইতিহাস সৃষ্টি করল। বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে এটি পেয়েছে স্পেশাল মেনশন পুরস্কার। এর ফলে বাংলাদেশ প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল। বৃহস্পতিবার  উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়। আর শনিবার উৎসবের সমাপনী দিনে পুরস্কারের ফর্দে উঠে এলো ‘আলী’।
এতে স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাক্সক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

×