ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কোরবানির আগে চুল-নখ কাটায় নিষেধাজ্ঞা কার জন্য? কতদিন আগে চুল-নখ কাটা থেকে বিরত থাকতে হবে? বিস্তারিত জানালেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ মে ২০২৫; আপডেট: ০৩:৫৮, ২৫ মে ২০২৫

কোরবানির আগে চুল-নখ কাটায় নিষেধাজ্ঞা কার জন্য? কতদিন আগে চুল-নখ কাটা থেকে বিরত থাকতে হবে? বিস্তারিত জানালেন শায়খ আহমাদুল্লাহ

ছবিঃ সংগৃহীত

কোরবানী করার ইচ্ছা থাকলে কী চুল ও নখ কাটা যাবে না—এ প্রশ্নের জবাবে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ এক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, “যে ব্যক্তি কোরবানী করার ইচ্ছা করে, রাসুলুল্লাহ (সা.) তাকে নির্দেশ দিয়েছেন যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানী করা পর্যন্ত নখ, চুল বা শরীরের কোনো অংশ না কাটে।”

এই হাদীসের আলোকে শায়খ আহমাদুল্লাহ বলেন, কোরবানীর ঈদ উদযাপনের ১০ দিন আগে, অর্থাৎ জিলহজ মাস শুরু হলে—যদি কেউ কোরবানীর নিয়ত করে থাকেন, তাহলে তিনি ঈদের দিন পশু জবাই না করা পর্যন্ত নখ ও চুল না কাটাই উত্তম।

এই নিয়ম শুধু কোরবানীর পশু যিনি জবাই করছেন বা যার তরফ থেকে কোরবানি হচ্ছে তার জন্য প্রযোজ্য, কোরবানিতে শরিক অন্যান্য ব্যক্তির জন্য নয়।

সুতরাং, কোরবানী করতে চাইলে জিলহজের প্রথম দশকে চুল ও নখ না কাটা সুন্নাহ সম্মত—এটিই ইসলামের নির্দেশনা।

সূত্রঃ https://youtu.be/T59YzEnDJ-o?si=CDyMu3dvBR3Fom6z

ইমরান

×