ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঋণগ্রস্ত থাকলে কোনটি আগে—কোরবানি নাকি ঋণ পরিশোধ? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

প্রকাশিত: ০৩:১২, ২৫ মে ২০২৫; আপডেট: ০৩:১৩, ২৫ মে ২০২৫

ঋণগ্রস্ত থাকলে কোনটি আগে—কোরবানি নাকি ঋণ পরিশোধ? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

ছবি: সংগৃহীত

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষা আছে কোরবানিতে।

একটি ভিডিওতে ‘ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম?’ এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘উত্তর হলো ঋণ দেওয়া উত্তম। কারণ কোরবানির চেয়ে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয়, ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না। তার জন্য ঋণ দেওয়া জরুরি। সে ঋণ পরিশোধ করবে’

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘ঋণ পরিশোধের পরে টাকা থাকলে সে কোরবানি দিবে। না থাকলে কোরবানি দিবে না।’

এছাড়া, ‘ঋণ করে কোরবানি করা যাবে কিনা?’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘যাবে, যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মত ব্যবস্থা বা সদিচ্ছা থাকে। ঋণ করে ভালো কাজ করা যায়।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=q1ijY-aFijk&t=19s

রাকিব

×