ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নাসার চোখে সৌরজগতের শেষ সীমানা

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ মে ২০২৫

নাসার চোখে সৌরজগতের শেষ সীমানা

ছবি: সংগৃহীত

প্রত্যেক দেশের যেমন একটি নির্দিষ্ট সীমানা রয়েছে, ঠিক তেমনই প্রশ্ন জাগেআমাদের সৌরজগতের শেষ সীমা কোথায়? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। তবে ব্যাপারটা এতটা সহজ নয়। সৌরজগতের এমন কোনো দৃশ্যমান প্রাচীর নেই, যা স্পষ্ট করে বলে দেয়এখানেই শেষ।

বিজ্ঞানীরা সৌরজগতের শেষ সীমা নির্ধারণে একাধিক মানদণ্ড ব্যবহার করেন। গবেষণার সুবিধার্থে সৌরজগতের শেষ প্রান্ত বোঝাতে তারা বিভিন্ন বৈজ্ঞানিক সূচক চিহ্নিত করেছেন, যেগুলোর প্রতিটিই আলাদা দৃষ্টিকোণ থেকে সৌরজগতের সীমানা নির্দেশ করে।

সৌরজগতের শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কীভাবে সেটি মাপছেন তার ওপর। আপনি যদি কেবল গ্রহগুলোর সীমা বিবেচনা করেন, তাহলে বলা যায় নেপচুন এবং কুইপার বেল্ট পর্যন্তই সৌরজগতের সীমানা।

তবে সূর্যের চৌম্বক ক্ষেত্রের শেষ প্রান্ত ধরলে, সৌরজগত শেষ হয় হেলিওস্ফিয়ারে গিয়ে। আর সূর্যের মহাকর্ষীয় টান যেখান পর্যন্ত পৌঁছায়, সেই জায়গাটি হলো ওর্ট ক্লাউডসেখানে গিয়েই শেষ হয় সৌরজগত।

তবে এককথায় এর উত্তর সহজ নয়। আপনি যদি বলেন সৌরজগত শেষ যেখানে গ্রহ শেষ, তবুও বিষয়টি সেখানে থেমে থাকে না। কারণ সূর্যের চৌম্বকীয় প্রভাব ওই সীমানার বহু দূর পর্যন্ত অনুভূত হয়।

নাসার গবেষকরা বলছেন, মহাকাশ অভিযানের মতোই সৌরজগতের শেষ সীমাও নির্ভর করে আপনি কতদূর যেতে চান তার ওপর। আর সেটাই এই মহাবিশ্বে অনুসন্ধান ও বিস্ময়ের সবচেয়ে বড় দিক।

 

সূত্র: https://science.nasa.gov/resource/where-is-the-edge-of-the-solar-system/?utm

রাকিব

×