ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

র‌্যাংগস ইমার্টের আয়োজনে হিটাচি রেফ্রিজারেটর কার্নিভাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২৪ মে ২০২৫

র‌্যাংগস ইমার্টের আয়োজনে হিটাচি রেফ্রিজারেটর কার্নিভাল

ছবি: সংগৃহীত

পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে সম্প্রতি রাজধানীর গুলশান-২-এ অবস্থিত র‌্যাংগস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভালে যুক্ত হয়েছে হিটাচি। গত ২৪ মে শুরু হওয়া এই কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত। আজ র‌্যাংগস ইমার্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে হিটাচি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজিদা আক্তার। অনুষ্ঠানে র‌্যাংগস ইমার্টের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মি. রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান, এবং সিওও মি. ইরাজ এইচ. সিদ্দিকী, সহ অন্যান্য কর্মকর্তারা।

ঈদ উপলক্ষে অনেকেই তাদের বাড়ির প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী আপগ্রেড করার পরিকল্পনা করেন। এই সময়ে রেফ্রিজারেটর ফেয়ার ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। এই ফেয়ার থেকে ক্রেতারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে হিটাচির এনার্জি-সাশ্রয়ী, আধুনিক ডিজাইন এবং স্মার্ট ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটর কিনতে পারবেন। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিটাচি, আর এই আয়োজন ব্র্যান্ডটির সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—র‌্যাংগস ইমার্টের যেকোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন ‘বাই অ্যান্ড উইন ক্যাম্পেইন’-এ রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষণীয় উপহার জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজি এক্সচেঞ্জ অফারসহ আরও অনেক কিছু।

অনুষ্ঠানে হিটাচি ইলেকট্রনিক্স বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজিদা আক্তার বলেন, “হিটাচি সবসময় দেশজুড়ে আমাদের ক্রেতাদের জন্য সেরা প্রযুক্তি নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিতে আমাদের রেফ্রিজারেটরে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর এনার্জি-সাশ্রয়ী প্রযুক্তি নিশ্চিত করবে আরও দক্ষ ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা। ঈদের আনন্দে আমরা অত্যাধুনিক রেফ্রিজারেটর প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে চাই, যেন আমাদের ক্রেতারা তাদের পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যকর জীবনযাত্রা উপভোগ করতে পারেন।”

র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “র‌্যাংগস ইমার্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও মানুষের লাইফস্টাইলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে। এ ফেয়ারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই। একইসাথে, তারা যেন সেরা অফার ও রিওয়ার্ড উপভোগ করতে পারেন। আমাদের লক্ষ্য, ইলেকট্রনিক্স পণ্য কেনার ক্ষেত্রে র‌্যাংগস ইমার্টকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।”
 

শহীদ

×