
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সঙ্গে বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি।
শনিবার (২৪ মে) রাতে যমুনায় বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আলোচনার মূল পাঁচটি বিষয় ছিল:
-
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন: ৩০ কার্যদিবসের মধ্যে সরকার এ ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এটি দ্রুত প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
-
শহীদ ও আহতদের পুনর্বাসন: জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে প্রতিশ্রুত ভাতা ও সঞ্চয়পত্র এখনো পুরোপুরি প্রদান হয়নি। দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্নের দাবি জানানো হয়।
-
শেখ হাসিনার আমলের নির্বাচন অবৈধ ঘোষণা: সেই সময়ের জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোকে ফ্যাসিবাদী শাসনের অধীনে হওয়া ‘অবৈধ’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়।
-
নতুন নির্বাচন কমিশন গঠন: বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই দাবি করে তা পুনর্গঠনের মাধ্যমে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি করা হয়।
-
বিচার ও নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট রোডম্যাপ: জুলাই গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়া, গণপরিষদ ও আইনসভা নির্বাচন—সব মিলিয়ে একটি সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবি জানায় দলটি।
নাহিদ ইসলাম জানান, সরকার জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রকাশ করতে পারে বলে আশ্বস্ত করেছে। এছাড়াও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে তা জানানো হয়।
ইমরান