ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগ টিকে ছিল ট্যাগিংয়ের রাজনীতিতে: তাজনূভা

প্রকাশিত: ০০:০১, ২৫ মে ২০২৫

আওয়ামী লীগ টিকে ছিল ট্যাগিংয়ের রাজনীতিতে: তাজনূভা

ছ‌বি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক তাজনূভা জাবীন বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ট্যাগিংয়ের রাজনীতির মাধ্যমে টিকে ছিল। সম্প্রতি একটি আন্দোলনের প্রেক্ষিতে কিছু দুঃখজনক স্লোগান শোনা গেছে, যা নিয়ে এনসিপিকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তাজনূভা জানান, "স্লোগানটি অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এনসিপি পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই এই ধরনের বক্তব্য থেকে নিজেদের সম্পূর্ণরূপে বিরত রেখেছি ও প্রত্যাখ্যান করেছি।"

তিনি আরও বলেন, "বর্তমানে এনসিপি যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দুতে, তাই আমরা লক্ষ্য করছি— যেখানেই এনসিপির কোনো সম্পৃক্ততা থাকে, সেখানেই সব দায়ভার চাপিয়ে দেওয়ার একটি প্রবণতা গড়ে উঠেছে। এটি একটি কৌশল, যেটি অতীতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যবহার করে টিকে ছিল।"

তাজনূভা এই প্রক্রিয়াকে নিন্দা জানিয়ে বলেন, "এ ধরনের ট্যাগিংয়ের রাজনীতি গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। এনসিপি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে বদ্ধপরিকর এবং বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।"

ভিডিও দেখুন: https://youtube.com/shorts/ACXgpFtqS0s?si=k_rk_pUELwJhWfCe

এম.কে.

×