
ছবি: সংগৃহীত (আনাদোলু)
অক্সিজেন ছাড়াই পৃথিবীর সবকটি ৮ হাজার মিটারের চেয়েও উঁচু ১৪টি পর্বত জয় করে ইতিহাসে নাম লিখিয়েছেন পাকিস্তানের সিরবাজ খান। রবিবার (১৮ মে) সকালে নেপালের ৮,৫৮৬ মিটার উচ্চতার কাঞ্চনজঙ্ঘা পর্বতে সফল আরোহনের মাধ্যমে তিনি এই অবিশ্বাস্য কীর্তি সম্পন্ন করেন।
পাকিস্তানের হুনজা উপত্যকার বাসিন্দা ৩৪ বছর বয়সী সিরবাজ ২০১৬ সালেই পর্বতারোহণ শুরু করেন। মাত্র আট বছরের মধ্যেই বিশ্বের সব ‘ডেথ জোন’ খ্যাত বিপজ্জনক উচ্চতার শৃঙ্গ জয় করে তিনি হয়ে উঠলেন দেশের প্রথম পর্বতারোহী, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে—অর্থাৎ কোনো অতিরিক্ত অক্সিজেন ছাড়াই।
আলপাইন ক্লাব অব পাকিস্তানের সেক্রেটারি জেনারেল করার হায়দরি সংবাদ সংস্থা আনদোলুকে জানান, কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পা রাখার মধ্য দিয়েই সিরবাজ তার অভিযানের সমাপ্তি ঘটান।
এর আগে ২০১৯ সালে সিরবাজ নেপাল থেকে লোৎসে (৮,৫১৬ মিটার) জয় করে প্রথম পাকিস্তানি হিসেবে চতুর্থ সর্বোচ্চ পর্বতে পা রাখেন অক্সিজেন ছাড়াই। এছাড়াও তিনি জয় করেন নাঙ্গা পর্বত (২০১৭), কেটু (২০১৮), ব্রড পিক (২০১৯), অন্নপূর্ণা, গাশারব্রুম ২ (কে৪) ও এভারেস্ট (২০২২) এবং সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে শিশাপাংমা।
বিশ্ব পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করে সিরবাজ এখন কেবল পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার গর্ব।
সূত্র: আনাদোলু।
রাকিব