ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিপাকে হার্ভার্ডপড়ুয়া বেলজিয়ামের রাজকন্যা

প্রকাশিত: ০৪:৪৪, ২৫ মে ২০২৫; আপডেট: ০৪:৪৫, ২৫ মে ২০২৫

ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিপাকে হার্ভার্ডপড়ুয়া বেলজিয়ামের রাজকন্যা

ছবি: সংগৃহীত (এপি)

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন বেলজিয়ামের ভবিষ্যৎ রানী প্রিন্সেস এলিজাবেথ।

২৩ বছর বয়সী এলিজাবেথ, যিনি বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি মাথিল্ডের জ্যেষ্ঠ কন্যা এবং সিংহাসনের প্রথম উত্তরাধিকারী, বর্তমানে হার্ভার্ডে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। তিনি সম্প্রতি তার প্রথম বর্ষ শেষ করেছেন।

বিদেশি শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (২২ মে) ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি ক্ষমতা বাতিল করে দেয়। প্রশাসনের নতুন নীতিমতে, বিদেশি শিক্ষার্থীরা হয় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তর হবে না হয় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বোস্টনের একটি ফেডারেল আদালতে মামলা করে, যেখানে বলা হয় এই নিষেধাজ্ঞা ‘প্রথম সংশোধনী লঙ্ঘন করে এবং শিক্ষার্থীদের উপর তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।’

বেলজিয়াম রাজপ্রাসাদের উদ্বেগ

বেলজিয়ামের রাজপ্রাসাদ জানিয়েছে, প্রিন্সেস এলিজাবেথের দ্বিতীয় বর্ষে হার্ভার্ডে ফিরতে পারা এখন অনিশ্চিত।

রাজপ্রাসাদের যোগাযোগ পরিচালক জাভিয়ার বায়ার্ট বলেন ‘এই সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে, আমরা তা এখনো বিশ্লেষণ করছি। এখনই কিছু বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘রাজকন্যা এই গ্রীষ্মে বেলজিয়ামে থাকবেন। এরপর কী হবে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে।’

প্রিন্সেস এলিজাবেথ এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি হার্ভার্ডে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স শুরু করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে, যা তাদের মোট শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ। এই শিক্ষার্থীরা ১০০টিরও বেশি দেশ থেকে এসেছে।

বিশ্লেষকদের মতে, হার্ভার্ডের মতো আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শিক্ষা, কূটনীতি ও বৈশ্বিক ভাবমূর্তির উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বহু শিক্ষার্থীর স্বপ্ন হুমকির মুখে পড়বে।

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিতে ট্রাম্প প্রশাসনের বাধা দেওয়ার প্রচেষ্টা শুক্রবার (২৩ মে) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত।

 

সূত্র: এপি

রাকিব

×