
ছবি:সংগৃহীত
দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪১ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মব ভায়োলেন্স তথা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তিনি সাফ জানিয়ে দেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।
সেনাপ্রধানের বক্তব্যের পরই সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে সেনাবাহিনী। বাড়ানো হয় টহল, স্থাপন করা হয় চেকপোস্ট, চালানো হয় যৌথ অভিযান।
সেনাবাহিনীর তথ্যমতে, গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হয়েছে ২ হাজারের বেশি ব্যক্তিকে। এর আগে, ৫ আগস্ট থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৮৫ জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে।
অভিযান অব্যাহত থাকবে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে এবং কোনো অনিয়ম সহ্য করা না হয়।
সূত্র:https://youtu.be/GYCEpruS1fc?si=1QJ5jEbDj2MZzQaL
আঁখি