
১০ দফা দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে অর্ধদিবস পেট্রলপাম্প বন্ধ রেখেছে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিকরা। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচি পালন করছে। দাবি পূরণ না হওয়ায় এই ধর্মঘট ডাকা হয়।
জরুরি সেবার আওতায় হজ ও আন্তর্জাতিক ফ্লাইট, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের নির্ধারিত চুক্তিভুক্ত গাড়িতে জ্বালানি সরবরাহ চালু আছে।
আজ সকালেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বৈঠক ডেকেছে, যার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আফরোজা