ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আপনার সংস্কার করার কোন ক্ষমতা নেই: গায়েশ্বর রায়

প্রকাশিত: ১৬:৪৬, ২৫ মে ২০২৫

আপনার সংস্কার করার কোন ক্ষমতা নেই: গায়েশ্বর রায়

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বান্দা নারী—যার গর্ভধারণ করার কিছুই নেই। গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা, ভোটাধিকার—এগুলোকে প্রতিষ্ঠিত করার দিন না এলে, ঈশ্বর যেন আমাদের চিন্তা না করেন। ৩১ দফা প্রস্তাবের মাধ্যমে বৃহত্তর রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক, তাহলে পাঁচজনকে বসিয়ে দিন, পরীক্ষার খাতা দেখার মতো করে, কোনটা পছন্দ, কোনটা বাদ দিতে হবে, আর কোনটা সংযোজন করতে হবে—তাই করেন। তারপর সংস্কার করেন। কিন্তু আপনাদের তো সংস্কার করার ক্ষমতাই নেই।

নারী যদি সুন্দরী হয়, সে যদি বান্দা হয়, তাহলে তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারও তেমনি—বান্দা নারী, যার গর্ভধারণের ক্ষমতা নেই। শুধুমাত্র প্রতিশ্রুতির মিল থাকলেও, কার্যকর কিছু নেই। সকল রাজনৈতিক দল একসঙ্গে টিক দিচ্ছে—দেখেন কেমন ছাত্র হয়েছে। যারা রাস্তায় ভিক্ষুককে ১০ টাকা দেয় না, তারাও সংস্কারের দায়িত্ব নিচ্ছে। আর সব কাবলিওয়ালা এনজিও—এরা হলো সুদের ব্যবসায়ী। এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে, এটা আমার মাথায় ঢুকে না।

আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার—এমন ম্যান্ডেট সরকার পেয়েছে বললেও আমার কোন ধারণা নেই, জানার আগ্রহও নেই। সরকারের একজন মন্ত্রী আছেন, তিনি বলেন—স্বামী-স্ত্রীর মধ্যে কাবিন নাকি নেই। এই সরকারের কাবিনও নাই। উনি যদি বুড়া হয়েও এখনো সংসার করতে পারেন, তাহলে সরকারের কাবিন লাগবে কেন? জনগণের থেকে ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই।

আমার সার্টিফিকেট লাগবে না, আমার ভাতা লাগবে না, আমি তো কামলা দিতে চাই না। আমি তো জীবন দিতে গিয়েছিলাম। আমি ৫০-৫২ বছর বেঁচে আছি—আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কষ্টটা কী জানেন? ৭১ সালে যুদ্ধ করার সময় ভাবিনি এরকম দিন দেখতে হবে।

এখন মনে হয় তাড়াতাড়ি বলা ভালো। খারাপ জিনিস দেখতে আর মন চায় না। তবুও একটা কথা বলি—ডিবি হারুন যে নাটকটা করছিল, তখন আমি বলেছিলাম—সরকারের কাছে এত টাকা নাই যে আমার মাথা কিনবে। আমি বলেছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি—হাসিনার পতনের আগে যেন আমার মৃত্যু না হয়।

আমি প্রতিজ্ঞা করেছিলাম, যখন আমার অপারেশন হলো, সবাই ভাবছিল আমি মারা যাবো। খালেদা জিয়ার মতো শক্ত নারীর চোখে তখন অশ্রু, যখন দল ভেঙে পড়ল, তখন আমি কথা বলতে পারিনি—শুধু আস্তে বললাম, এরশাদের মতো আগে আমার মৃত্যু হবে না। ঈশ্বর আমার কথায় রাখছে। আজও আমি বলছি—গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা, ভোটাধিকার, নির্বিঘ্ন প্রতিষ্ঠিত না হলে, ঈশ্বর যেন আমাদের চিন্তা না করেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15SCkghrzd/

মারিয়া

×