
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে, নগদের মাধ্যমে ব্যাংক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখতে। তবে সাধারণ গ্রাহকরা আগের মতো নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক উচ্চপর্যায়ের সরকারি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "নগদের ব্যাংক লেনদেন স্থগিত করার মূল উদ্দেশ্য গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা।"
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসকের কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ায় প্রশাসনিক কাজ চালানো সম্ভব হচ্ছে না। ৭ মে হাইকোর্টের এক আদেশে এই স্থগিতাদেশ আসে, যা নগদের সাবেক এক পরিচালকের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়।
এই অবস্থায় নগদের সাবেক পরিচালক মো. শাফায়েত আলম নিজেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দাবি করছেন, যদিও তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা এক প্রতারণা মামলার তদন্ত চলছে।
"আমরা উচ্চ আদালতে আপিল করেছি। আশা করি ন্যায়বিচার পাবো। তবে এই ফাঁকে নগদের বর্তমান কর্তৃপক্ষ অনেক কিছু নষ্ট করে ফেলতে পারে, যেমন গুরুত্বপূর্ণ দলিলপত্র মুছে ফেলতে বা প্রমাণ লোপাট করতে পারে," বলেন গভর্নর মনসুর।
তিনি আরও অভিযোগ করেন, নগদের পুরোনো ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে।
"আমাদের কাছে তথ্য আছে, তারা প্রায় ৬৫০ কোটি টাকার ই-মানি তৈরি করেছে যার কোনও প্রকৃত আর্থিক ভিত্তি ছিল না," বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের দাবি অনুযায়ী, নগদে চলমান অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সংকটের মধ্যেই নগদের প্রশাসককে হামলার শিকার হতে হয়েছে এবং পুরোনো সিইওর বিরুদ্ধে নতুন করে অভিযোগও দায়ের হয়েছে।
তথ্যসূত্রঃ https://www.thedailystar.net/business/news/nagad-barred-bank-transfers-3898656
মারিয়া