ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমা করবে না নিহতের পরিবার

প্রকাশিত: ১১:১৬, ১৯ জুলাই ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমা করবে না নিহতের পরিবার

ছবি: সংগৃহীত।

ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা করতে অস্বীকৃতি জানিয়েছে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির পরিবার। ‘ব্লাড মানি’ হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিলেও পরিবারটি জানিয়ে দিয়েছে—তারা কেবল ‘কিসাস’ অর্থাৎ মৃত্যুদণ্ডই চায়।

বিবিসি অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে নিহতের ভাই আব্দেলফাতাহ মাহদি বলেন, “মীমাংসা নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার—আল্লাহর আইন অনুযায়ী কিসাস ছাড়া অন্য কিছু মানা সম্ভব নয়।”

এই অবস্থানের পরই ইয়েমেনের কর্তৃপক্ষ নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বনির্ধারিত সময় (বুধবার) আপাতত স্থগিত করে। তবে এ স্থগিতাদেশ সাময়িক এবং নিহতের পরিবার ক্ষমা না করলে সাজা কার্যকর হওয়ার আশঙ্কা থেকেই যায়।

২০১৭ সালে ইয়েমেনের একটি জলের ট্যাংক থেকে ব্যবসায়ী তালাল মাহদির খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করা হয়। হত্যার অভিযোগে গ্রেফতার হন ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। পরে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

নিমিশা প্রিয়ার পরিবার ও সমর্থকরা ক্ষতিপূরণ দিয়ে রায় মওকুফের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। কারণ ইয়েমেনি আইন অনুযায়ী, ভিকটিমের পরিবার ‘ক্ষমা’ না করলে মৃত্যুদণ্ড কার্যকর হতেই পারে।

ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টা

এ ঘটনার পর থেকে ভারত সরকার ইয়েমেনের হুতি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। পাশাপাশি সৌদি আরব, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্য কিছু দেশের মাধ্যমেও চাপ প্রয়োগের চেষ্টা চলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আমরা পরিবারকে আইনি সহায়তা দিয়েছি, আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগও অব্যাহত রয়েছে।”

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে ভারতের কূটনৈতিক প্রভাব তুলনামূলক দুর্বল হওয়ায় বিষয়টি সমাধান কঠিন হয়ে পড়েছে।

নুসরাত

আরো পড়ুন  

×