
ছবি: সংগৃহীত।
বিশ্বজুড়ে প্রতিনিয়ত কোটি কোটি অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে — Gmail, Outlook, Apple, এমনকি Linux সিস্টেমও বাদ যাচ্ছে না। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ১০ মিলিয়ন পাসওয়ার্ড বিশ্লেষণে ৯৮.৫% পাসওয়ার্ডই দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে। ভাবুন তো, আপনার পাসওয়ার্ডও কি সেই তালিকায়?
কেন এত পাসওয়ার্ড দুর্বল?
একটি বিশাল ডেটাবেইস বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, অধিকাংশ মানুষ এমন পাসওয়ার্ড ব্যবহার করে যা খুব সহজেই হ্যাক করা যায়। যেমন – ছোট পাসওয়ার্ড, একই ধরনের অক্ষর, সংখ্যা বা সাধারণ শব্দ, যেগুলো হ্যাকাররা সহজেই অনুমান করতে পারে।
'হ্যাকিং টেস্ট' কী?
একটি পাসওয়ার্ডকে নিরাপদ হিসেবে ধরা হয়, যদি—
-
তা কমপক্ষে ১৫ অক্ষরের হয়
-
এতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে — যেমন বড় হাতের, ছোট হাতের, সংখ্যা ও বিশেষ চিহ্ন
-
এবং অবশ্যই অন্য কোথাও ব্যবহৃত না হওয়া ইউনিক পাসওয়ার্ড হয়
বিশেষজ্ঞরা বলছেন, প্রতি অক্ষর যুক্ত হলে পাসওয়ার্ড হ্যাক করা আরও কঠিন হয়। যেমন, ১৫ অক্ষরের একটি মিশ্র পাসওয়ার্ড হ্যাক করতে একেক সময় বছর বা শতাব্দীও লেগে যেতে পারে, যদি সেটি একেবারে ইউনিক হয়।
কেন এখনই পাসওয়ার্ড বদলাবেন?
“একবার হ্যাকার একটি সঠিক পাসওয়ার্ড পেলে, তারা নেটওয়ার্কে ঢুকে পুরো সিস্টেম দখলে নিতে পারে — তাও কোনো এলার্ম ছাড়াই,” বলেন বিশেষজ্ঞ ড্যারেন জেমস।
তাই আপনার পাসওয়ার্ড যদি ছোট, সাধারণ অথবা অন্য কোথাও ব্যবহৃত হয়ে থাকে — তাহলে এখনই তা বদলে ফেলাই শ্রেয়।
করণীয়:
✅ আপনার পাসওয়ার্ড অন্তত ১৫ অক্ষরের করুন
✅ মিশ্র ক্যারেক্টার ব্যবহার করুন (A-z, 0-9, @#$%)
✅ একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না
✅ সম্ভব হলে পাসওয়ার্ডের বদলে ‘Passkey’ ব্যবহার করুন (Google ও Microsoft-এর সুপারিশ)
নুসরাত