
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর ধারাবাহিক কর্মসূচি ১ জুলাই থেকে শুরু হয়ে ইতিমধ্যে দেশের অর্ধেকের বেশি অঞ্চলে পৌঁছেছে। ১৮ দিনের মধ্যেই এই পদযাত্রা ঘুরে এসেছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, রাজবাড়ি, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ একাধিক জেলা থেকে।
এনসিপি নেতাদের দাবি, পদযাত্রার মাধ্যমে তারুণ্যের পক্ষে জাগরণ তৈরি হয়েছে— যা আগামী নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট বার্তা। তারা মনে করেন, জুলাইয়ের শক্তিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে এই তরুণ দলটি।
এ ধারাবাহিকতায় ১৯ জুলাই এনসিপি পৌঁছাবে কক্সবাজার ও বান্দরবানে, যেখানে পাহাড়ি জনগোষ্ঠী ও তরুণ ভোটারদের সঙ্গে দলটি মতবিনিময়ে অংশ নেবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেন, কক্সবাজার, বান্দরবান। পাহাড় ও সমুদ্রের সহযোদ্ধাদের সাথে দেখা হবে জুলাই পদযাত্রায়।
বিশ্লেষকদের মতে, এনসিপির এই পদযাত্রা বাংলাদেশে নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ ও বিকল্প নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সানজানা