ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

এক ওয়েবসাইটেই দেখা যাবে সারা বিশ্বের টিভি — তাও একদম ফ্রি!

প্রকাশিত: ১৩:২১, ২৪ মে ২০২৫

এক ওয়েবসাইটেই দেখা যাবে সারা বিশ্বের টিভি — তাও একদম ফ্রি!

ছবি: সংগৃহীত

একটি নতুন ওয়েবসাইট এসেছে যেটি বদলে দিতে পারে টিভি দেখার অভ্যাস। নাম tv.garden — একদম ফ্রি, সহজ, আর কোনো রকম সাইন-আপ বা সাবস্ক্রিপশন ছাড়াই আপনি দেখতে পারবেন বিশ্বের নানা দেশের শত শত টিভি চ্যানেল, শুধু একটি ক্লিকেই।

কেমন কাজ করে tv.garden?

এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে জনপ্রিয় Radio Garden-এর ধারণা থেকে। এখানে আপনি একটি থ্রিডি (3D) ইন্টারেক্টিভ গ্লোব ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দেশের লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। চাইলেই আপনি যে কোনও দেশের খবর, খেলাধুলা, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক শো লাইভ দেখতে পারবেন—সবই এক জায়গায়!

বিশেষ যা থাকছে tv.garden-এ

  • বিশ্বব্যাপী লাইভ টিভি: শত শত ফ্রি IPTV ও লাইভ YouTube চ্যানেল সহজেই দেখতে পারবেন।

  • স্মুথ ও দ্রুত স্ট্রিমিং: ভিডিও প্লে করতে কোনও বিফলে লিংক বা বাফারিং নেই।

  • সহজ ও ঝামেলাহীন ইন্টারফেস: অ্যাকাউন্ট খুলতে হবে না, লগ-ইন দরকার নেই—শুধু ঢুকুন আর দেখুন।

  • র‌্যান্ডম চ্যানেল বাটন: আপনি চাইলে 'Random Channel' বাটনে ক্লিক করে একেবারে নতুন কিছু আবিষ্কার করতে পারেন!

  • রাজনৈতিকভাবে নিরপেক্ষ: UN-এর দেশ শ্রেণিবিন্যাস মেনে সাইটে দেশ তালিকা সাজানো হয়েছে।

ওপেন সোর্স প্রযুক্তিতে তৈরি

tv.garden তৈরি হয়েছে ওপেন সোর্স কমিউনিটির সহায়তায়, যেমন GitHub-এর IPTV-org প্রজেক্ট। এছাড়া Three.js, Video.js ও Luxon-এর মতো প্রযুক্তি ব্যবহার করে এই গ্লোব ও স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও মসৃণ করা হয়েছে।

ব্যক্তিগত গোপনীয়তা ও আইন মেনে চলা

tv.garden কোনও ভিডিও হোস্ট করে না। এটি শুধুমাত্র ইন্টারনেটে উন্মুক্ত অথরাইজড স্ট্রিমগুলোর লিংক দেয় এবং DMCA অনুরোধে কনটেন্ট সরিয়ে নেয়।

মানবাধিকার কর্মীদের সমর্থন

“তথ্য পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার,” বলছেন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর মুখপাত্র ওমর হাসান। তিনি বলেন, “tv.garden প্রান্তিক মানুষের কণ্ঠ বিশ্বমঞ্চে তুলে ধরতে সাহায্য করতে পারে।” তবে তিনি সতর্কও করেছেন—মিথ্যা তথ্য ও ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় সবসময় সচেতন থাকা জরুরি।

এখনই শুরু করুন

আপনি যদি নিজের দেশের খবর দেখতে চান, অন্য সংস্কৃতি জানতে চান, বা নিছকই নতুন কিছু দেখতে চান, তাহলে এখনই ঢুকে যান https://tv.garden-এ।

এএইচএ

×