
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ইজিবাইকের চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালক হেলাল মিয়া (৩৫) মারা গেছেন। আহত হয়েছেন তার স্ত্রী চায়না আক্তার (২৫)। ঘটনাটি ঘটে উপজেলা সদরের কাচারিহাটি এলাকায়।
মারা যাওয়া হেলাল মিয়া ওই এলাকার করিম মিয়ার ছেলে। খবর পাওয়া যায়, ওইদিন সন্ধ্যায় বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি দাঁতে কামড় দিয়ে চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী চায়না আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হন।
তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। চায়না আক্তারকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “ঘটনাটি শুনেছি, তবে আমাদের কাছে এখনও কেউ অভিযোগ করেনি।”
স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
মিমিয়া