ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন টাকায় মুগ্ধ-আবু সাঈদের ছবির বিষয়ে যা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২৪ মে ২০২৫; আপডেট: ২০:৪৭, ২৪ মে ২০২৫

নতুন টাকায় মুগ্ধ-আবু সাঈদের ছবির বিষয়ে যা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদ উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট—তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে পল্লীকর্মী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অডিটোরিয়ামে ‘ক্রেডিট অ্যাডভান্স স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, “টাকা ছাপানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনটি নতুন নোট বাজারে আসছে শিগগিরই।”

এ সময় তিনি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও কথা বলেন। আহসান এইচ মনসুর জানান, "পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। এই অর্থ ফেরত আনতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে।"

তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

সূত্র: https://youtu.be/xPl-lEqw61A?si=1yDnfLoW9KuviI7F

মুমু

×