ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব

প্রকাশিত: ২৩:৫৩, ২৪ মে ২০২৫; আপডেট: ২৩:৫৪, ২৪ মে ২০২৫

৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, "৩০ জুন একটি সুনির্দিষ্ট সময়সীমা, এর বাইরে নির্বাচন যাবে না।"

শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, “প্রফেসর ইউনূস বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, ৩০ জুন হচ্ছে একটি 'কাট-অফ টাইম'। এর বাইরে যাবে না। তিনি এক কথার মানুষ, যেটা বলেন সেটাই পালন করেন।”

তিনি আরও জানান, তিনটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এ বিষয়ে ইউনূস বারবার একই বার্তা দিয়েছেন—নির্বাচন হবে নির্ধারিত সময়ের মধ্যেই। আগামীকাল অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও একই বার্তা দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ https://youtu.be/blQgpiHQnKM?si=NqZ_aAom6WyXByEX

ইমরান

×