ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যাবে?

প্রকাশিত: ০৩:০৯, ২৫ মে ২০২৫

গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যাবে?

ছবিঃ সংগৃহীত

গর্ভাবস্থায় একজন নারীর শরীরে ঘটে নানা ধরনের শারীরিক ও হরমোনগত পরিবর্তন। এই সময়টিতে হাঁটা-চলা, ব্যায়াম ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে সচেতনতা থাকা জরুরি। অনেকেই প্রশ্ন করেন—গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠা-নামা করা কি নিরাপদ?

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থার প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে (১ম ও ২য় তিন মাস) সাধারণত সিঁড়ি ব্যবহার করায় তেমন সমস্যা হয় না, যদি গর্ভবতী নারী সুস্থ থাকেন এবং জটিল কোনো ঝুঁকি না থাকে। তবে কিছু নিয়ম মেনে চলা জরুরি:

যেসব ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করা যেতে পারে

  • গর্ভাবস্থার শুরুতে যদি রক্তচাপ স্বাভাবিক থাকে এবং শারীরিক দুর্বলতা না থাকে।

  • চিকিৎসক যদি অনুমতি দেন।

  • ধীরে ধীরে এবং রেলিং ধরে উঠলে।

  • যদি একান্তই প্রয়োজন হয় যে আপনার বাসায় লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতেই হবে তখন আস্তে আস্তে সময় নিয়ে উঠবেন।

  • পর্যাপ্ত আলো এবং সিঁড়ির মুখে পিচ্ছিল কিছু না থাকলে।

যেসব ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি

  • যদি আগে গর্ভপাতের ইতিহাস থাকে বা উচ্চ রক্তচাপ, রক্তপাত বা গর্ভধারণে জটিলতা দেখা দেয়।

  • শেষ তিন মাসে ভারসাম্য হারানোর ঝুঁকি বেড়ে যায়। এই সময় সিঁড়ি ব্যবহার না করাই ভালো।

  • মাথা ঘোরা বা ক্লান্তি থাকলে একেবারেই এড়িয়ে চলা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থায় নিরাপদ থাকতে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজের অবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে ভালো।

সূত্রঃ https://youtu.be/hM5Fol054S4?si=NIxGapTHceA4NqD9

ইমরান

×