ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ৯ শিশুকে হত্যা: নিরীহ সন্তানদের মেরে আনন্দ পায় ইসরায়েলি সেনারা

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ মে ২০২৫

গাজায় ৯ শিশুকে হত্যা: নিরীহ সন্তানদের মেরে আনন্দ পায় ইসরায়েলি সেনারা

ছবি: সংগৃহীত

খান ইউনুসে এক চিকিৎসকের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে তার ১০ সন্তানের মধ্যে ৯ জন। এই নির্মম হত্যাকাণ্ডকে 'গণহত্যার প্রতিচ্ছবি' হিসেবে আখ্যা দিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস।

এক বিবৃতিতে তারা জানায়, আল-নাজ্জার পরিবারের নয় শিশু নিহত হওয়ার ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর নিষ্ঠুরতা ও বর্বরতার জ্বলন্ত প্রমাণ। মনে হচ্ছে, শিশু হত্যা এখন তাদের কাছে এক ধরনের হবি বা আনন্দের উৎস হয়ে উঠেছে।

ঘটনাটি ঘটে গাজার খান ইউনুস শহরে। ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয় ওই চিকিৎসকের বাড়ি। মৃতদের মধ্যে সাত শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে বাকি দুজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন এখনো।

মিডিয়া অফিস আরও বলেছে, এই দৃশ্যটাই গাজার জনগণের ওপর চলমান গণহত্যার প্রকৃত রূপ তুলে ধরে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশই নারী ও শিশু।

প্রতিনিয়ত বাড়ছে শিশু নিহতের সংখ্যা, আর ইসরায়েলি সামরিক বাহিনীর আচরণ ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে।

এসএফ 
 

×