
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ থাকলেও, কোর্স সম্পন্ন করার পর ফুল-টাইম কাজের অনুমতি পাওয়া যায় নির্দিষ্ট নিয়মে। তবে এতে সময় ও ভিসার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফুল-টাইম কাজ করা যাবে কবে থেকে?
যারা টট কোর্সে (Taught students) পড়ছেন, তারা তাদের সকল অ্যাসাইনমেন্ট বা কোর্সওয়ার্ক জমা দেওয়ার পর এবং আনুষ্ঠানিক কোর্স শেষ হওয়ার তারিখ অতিক্রম করার পর ফুল-টাইম কাজ করতে পারবেন।
অন্যদিকে রিসার্চ শিক্ষার্থীদের জন্য এই অনুমতি আসে আরও কিছু ধাপ শেষে। তাদের ভাইভা পরীক্ষা, প্রয়োজনীয় সংশোধনী জমা এবং ফাইনাল থিসিস জমা দেওয়ার পরেই ফুল-টাইম কাজের সুযোগ আসে।
তবে কেউ যদি পুনঃপরীক্ষা (exam resits) বা বাকি থাকা কোনো মূল্যায়ন শেষ না করে থাকে, তাহলে তারা সাপ্তাহিক সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের সুযোগ পাবেন।
কাজ করার উপযুক্ততা কীভাবে প্রমাণ করবেন?
যুক্তরাজ্যে চাকরিতে যোগ দেওয়ার আগে আপনার নিয়োগকর্তা অবশ্যই যাচাই করবেন যে আপনি আইনত কাজ করতে পারবেন কিনা। এ জন্য আপনাকে নিম্নলিখিত দলিল দেখাতে হবে:
আপনার বৈধ পাসপোর্ট
UKVI ওয়েবসাইট থেকে সংগ্রহ করা একটি শেয়ার কোড, যা পাওয়া যাবে এই ঠিকানায়: https://www.gov.uk/prove-right-to-work/get-a-share-code-online
চাইলে, আপনি আপনার বিশ্ববিদ্যালয় থেকে একটি Student Registration Status Certificate চাইতে পারেন, যেখানে আপনার কোর্সের নাম ও সময়কাল উল্লেখ থাকবে। এটি নিয়োগকর্তাকে বোঝাতে সাহায্য করে আপনি কোন সময়ের মধ্যে কাজ করতে পারছেন এবং কখন ফুল-টাইম কাজ শুরু করতে পারবেন।
আপনি যদি অন্য ভিসায় থাকেন, তাহলে কী হবে?
সব ধরনের ভিসা যুক্তরাজ্যে কাজের অনুমতি দেয় না। নিচে ভিসা অনুযায়ী কাজের সুযোগ ব্যাখ্যা করা হলো:
Standard Visitor বা ETA ভিসা: এই ভিসায় কোনো চাকরি করা যাবে না। তবে আপনি চাইলে নিবন্ধিত কোনো চ্যারিটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।
Short-Term Study Visa: এই ভিসাতেও কোনো কাজ বা স্বেচ্ছাসেবী কার্যক্রমের অনুমতি নেই।
EU Settlement Scheme: যদি আপনার Settled বা Pre-settled স্ট্যাটাস থাকে, তাহলে আপনি পূর্ণভাবে কাজ করার অনুমতি পাবেন।
Graduate Visa: এই ভিসার মাধ্যমে আপনি কোর্স সম্পন্ন করার পর যেকোনো খাতে ফুল-টাইম কাজ করতে পারবেন। স্নাতক ও মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য এই ভিসার মেয়াদ সাধারণত ২ বছর এবং পিএইচডি সম্পন্নকারীদের জন্য ৩ বছর পর্যন্ত হয়ে থাকে।
Graduate Visa: এই ভিসাটি এমন শিক্ষার্থীদের জন্য, যারা তাদের কোর্স সফলভাবে শেষ করেছেন এবং এখন যুক্তরাজ্যে আরও কিছুদিন থেকে চাকরি করতে বা চাকরি খুঁজতে চান। Graduate Visa-এর জন্য আবেদন করতে হবে আপনার Student Visa মেয়াদ শেষ হওয়ার আগেই। এই ভিসার জন্য কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ প্রয়োজন নেই, অর্থাৎ আপনি স্বাধীনভাবে চাকরি খুঁজতে পারবেন বা করতে পারবেন।
মুমু