ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে গণঅধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি ঘোষণা

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ১২:০২, ২৫ মে ২০২৫

খাগড়াছড়িতে গণঅধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি ঘোষণা

ছবি: জনকণ্ঠ

গণঅধিকার পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। গতকাল শনিবার (২৪ মে) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে৷ কমিটিতে অ্যাডভোকেট আব্দুল মমিনকে আহ্বায়ক এবং মো. ইব্রাহিম খলিলকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়াও কমিটিতে মো. এরশাদ হোসেনকে সিনিয়র যুগ্ন-আহ্বায়ক এবং মো. আইয়ুব নবী, মংসানু মারমা, আব্দুস সালাম সাইমুন, মিলন কান্তি ত্রিপুরা, তাহমিনা আক্তার রুপা, শান্তি প্রিয় চাকমা ও মো. মহিউদ্দিনসহ ১১ জনকে যুগ্ন-আহ্বায়ক করা হয়ে়ছে। 

৬১ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে আরও রয়েছেন ১ জন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ৯ জন যুগ্ন-সদস্য সচিব এবং ৩৭ জন কার্যকরী সদস্য।

এএইচএ

×