
ছবি :সংগৃহীত
বিদেশে পাড়ি জমানো অনেক তরুণ-তরুণীর স্বপ্ন। কেউ যান উচ্চশিক্ষা, কেউ যান অভিবাসন বা কর্মসংস্থানের লক্ষ্যে। কিন্তু নতুন দেশে গিয়ে প্রথম ধাক্কাটা আসে অর্থনৈতিক চাপে। সেই চাপ সামাল দিতে অনেকেই খোঁজেন পার্ট টাইম কাজ। তবে এসব দেশে পার্ট টাইম কাজ পেতে হলে কিছু বিশেষ দক্ষতা ও প্রস্তুতি আগেই থাকা দরকার। চলুন জেনে নিই বিদেশে যাওয়ার আগে কোন কোর্সগুলো করলে উপকার পাবেন পার্ট টাইম চাকরির বাজারে।
১. শারীরিক/ম্যানুয়াল পার্ট-টাইম কাজের জন্য প্রয়োজনীয় কোর্স
হসপিটালিটি ও সার্ভিস ইন্ডাস্ট্রি (রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে)
- ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস প্রশিক্ষণ
- বারিস্টা প্রশিক্ষণ
- বেসিক রন্ধনশিল্প / কুক হেলপার কোর্স
- ওয়েটার/ওয়েট্রেসের ভদ্রতা ও আচরণবিধি
- হাউসকিপিং / রুম অ্যাটেনডেন্টের মৌলিক বিষয়াবলি
- হেয়ার কাট ও গ্রোমিং
সেবা ও সহায়তা (বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে চাহিদা বেশি)
- প্রাথমিক কেয়ারগিভিং প্রশিক্ষণ
- ফার্স্ট এইড ও সিপিআর সনদপ্রাপ্ত কোর্স
- পশুপালন ( কুকুর, বিড়াল ) প্রশিক্ষণ
২. ডেস্ক-ভিত্তিক পার্ট-টাইম কাজের জন্য প্রয়োজনীয় কোর্স
কল সেন্টার / কাস্টমার সাপোর্ট
- স্পোকেন ইংলিশ (IELTS-৪.৫ সমমানের দক্ষতা)
- কাস্টমার সার্ভিসে সৌজন্য আচরণ
- কম্পিউটার পরিচালনার মৌলিক জ্ঞান (MS Office, ইমেইল, CRM ব্যবহার)
ডেটা এন্ট্রি / ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- টাইপিং গতি উন্নয়ন প্রশিক্ষণ
- গুগল ওয়ার্কস্পেস (Docs, Sheets, Drive)
- এক্সেল ব্যবহার শেখা (শুরুর স্তর)
৩. খুচরা বিক্রয় / ক্যাশিয়ার / বিক্রয় সহকারীর জন্য কোর্স
- পিওএস (পয়েন্ট অফ সেল) সিস্টেম প্রশিক্ষণ
- রিটেইল সেলস কৌশল
- ইনভেন্টরি ব্যবস্থাপনার ভিত্তি
৪. ফ্রিল্যান্স পার্ট-টাইম কাজের জন্য কোর্স
(দিনের চাকরির পাশাপাশি রাতের সময় অনলাইনে আয়)
- গ্রাফিক ডিজাইন (ক্যানভা, ফটোশপের প্রাথমিক ব্যবহার)
- কনটেন্ট রাইটিং (ইংরেজিতে লেখার দক্ষতা)
- সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা
- ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম পরিচিতি (Fiverr, Upwork)
৫. সকল ধরনের কাজের জন্য প্রয়োজনীয় সাধারণ দক্ষতা
- মৌলিক ইংরেজি কথা বলার দক্ষতা
- ইংরেজিতে সিভি লেখা ও ইন্টারভিউয়ের প্রস্তুতি
- বিদেশের কর্মক্ষেত্রে শিষ্টাচার ও সাংস্কৃতিক আচরণবিধি
সা/ই