ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নালিতাবাড়ীতে ভূমি সেবা বুথ উদ্বোধন 

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর 

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ মে ২০২৫

নালিতাবাড়ীতে ভূমি সেবা বুথ উদ্বোধন 

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে 'ভূমি মেলা ২০২৫' উদ্‌যাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও ভূমি সেবা বুথ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা বুথের উদ্বোধন করা হয়। এছাড়া উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এবং নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভূমি মেলার মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদান নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।

সজিব

×