
ছবিঃ সংগৃহীত
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর বাজারের ২ কিলোমিটার উত্তরে মির্জাপুর গ্রামে আব্দুর রহিম মঞ্জিলের জয়নাল আবেদীন কুরবানির ঈদে বিক্রির জন্য নিজের গাভীর ফ্রিজিয়ান ও শাহীওয়াল ক্রস বাছুর ৩ বছর ধরে পালান করে প্রস্তুত করেছেন। সুঠামদেহী লাল-কালো রঙের ষাঁড়টিকে ভালোবেসে নামও দিলেন যুবরাজ।
গরুটির মালিক জয়নাল আবেদীন দাবী করেন, যুবরাজের ওজন হবে প্রায় ৩০ মণ,উচ্চতা ৬ ফুট, লাম্বা ৭ ফুট এবং ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকা।
ষাঁড়ের মালিক জয়নাল আবেদীন জনকণ্ঠকে বলেন,আমি এই গরুকে নিজের সন্তানের মত করে ৩ টা বছর যত্নে লালন পালন করতেছি,তাকে সময় মত খাওয়ানো গোসল করানো সব টাইম টু টাইম আমি করেছি,আমি ভাই সব ন্যাচারাল খাবার খাওয়াই যেমন খৈল ভূষি,ভুট্টা চালের ক্ষুদ,নিপিয়ার ঘাস এর বাহিরে কিছু খাওয়াই না,আমার এই গরু চাটখিল উপজেলা কেনো পুরো নোয়াখালীতেই সেরা হবে,ঘর থেকে আসা করি বিক্রি হয়ে যাবে নয়তো আমি লোকাল হাটে না নিয়ে চট্টগ্রামের হাটে নিয়ে যাবো।
এলাকাবাসী জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম রতন বলেন,জয়নাল ভাইয়ের ষাঁড়টি অনেক বড় এবং সুন্দর নিজের পালা গরু এটা কোরবানি বাজারে ভালো সাড়া জমাবে চাটখিলে,আমাদের যেহেতু গ্রাম অঞ্চল জেলা শহর বা বিভাগীয় সহর না তাই এরকম বড় ষাঁড় সচরাচর দেখা যায়না।
আলীম