
ছবিঃ সংগৃহীত
প্রতিবছর কোরবানির সময় এক প্রশ্ন ঘুরে ফিরে আসে—মৃত ব্যক্তির নামে বা পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না? এ বিষয়ে ইসলামিক স্কলার ও জনপ্রিয় আলেম শায়খ আহমাদুল্লাহর মতামত তুলে ধরা হলো।
তিনি বলেন, “মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। যদি কেউ জীবিত অবস্থায় কোরবানির নির্দেশ দিয়ে যান, তাহলে তার নির্দেশ পালন করাটা উত্তম। আর যদি কেউ নিজ উদ্যোগে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন, তাহলেও তা শরিয়তসম্মত হবে।”
তিনি আরও বলেন, “এমন কোরবানির সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছে যায় ইনশাআল্লাহ।
সূত্রঃ https://youtube.com/shorts/pJvsys1BGJ4?si=zrymdPaBRcyS1wVW
ইমরান