ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

প্রকাশিত: ০৫:৫১, ২৬ মে ২০২৫

পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। গাদ্দাফি স্টেডিয়ামে ২০১ রানের লক্ষ্য তাড়া করে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোরের দল মাত্র এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে।

ফাইনালের মূল নায়ক ছিলেন শ্রীলংকান ব্যাটসম্যান কুসাল পেরেরা, যিনি ৩১ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ফাইনালে মাত্র রিশাদ হোসেন খেললেও, দলের আরেক দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও শিরোপার অংশীদার হন।

লাহোরের জয় নিশ্চিত করতে শেষ ওভারে রাজার পরপর ছক্কা ও চার তুলে উল্লাস শুরু হয়। কোয়েটার পক্ষে হাসান নাওয়াজ ৪৪ বলে ৭৬ রানে তাণ্ডব চালান, তবে তার সতীর্থদের পারফরম্যান্স ভালো হয়নি।

লাহোরের বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩ উইকেট নিয়ে সাফল্য পান। রিশাদ হোসেন ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংঘাতের পর স্থগিত হওয়া এই আসরে প্রায় ছয় মাস পর ফিরেছেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও তিন ম্যাচে রানের দেখা না পেলেও বল হাতে তিনি একটি উইকেট নিয়েছেন। আর মেহেদী মিরাজ কোনো ম্যাচ খেলতে না পারলেও দলের শিরোপার অংশীদার।

সংক্ষিপ্ত স্কোর:
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: ২০১/৯ (২০ ওভার)
লাহোর কালান্দার্স: ২০৪/৪ (১৯.৫ ওভার)
ফল: ৬ উইকেটে জয়ী লাহোর কালান্দার্স
ম্যান অব দ্য ম্যাচ: কুসাল পেরেরা
 

এসএফ

×