
সংগৃহীত
#OneRun2025: ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বব্যাপী সিঙ্ক্রোনাইজড দৌড় প্রতিযোগিতা
ঢাকা, ২৪ মে ২০২৫ – আন্তর্জাতিক ক্রীড়া প্রাঙ্গণে নতুন মাত্রা যোগ করতে #OneRun আন্তর্জাতিক হাফ-ম্যারাথন আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে দেশের নামকরা প্রতিষ্ঠান ছুটি রিসোর্ট লিমিটেড। এই মর্যাদাপূর্ণ আয়োজনের মূল অংশীদার হিসেবে GamePlay Limited এবং রাশিয়ার Hero League গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
#OneRun একটি সিঙ্ক্রোনাইজড আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা, যা একযোগে ৩০টি দেশে আয়োজিত হচ্ছে। এতে চীন, কিরগিজস্তান, তাজিকিস্তান, বেলারুশ, ব্রাজিল, কাতার, ক্যামেরুন, সার্বিয়া, উজবেকিস্তান, নেপাল, মিশর, আর্মেনিয়া, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ অংশগ্রহণ করছে।
বিশ্বখ্যাত Hero League ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে বিশ্বের সবচেয়ে বড় সিঙ্ক্রোনাইজড হাফ-ম্যারাথনের মাধ্যমে। ২০২৪ সালে ১৫টি দেশে একযোগে ৩০,০০০ এরও বেশি দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। এবারের আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ এই ঐতিহাসিক বিশ্ব আন্দোলনের অংশ হিসেবে জায়গা করে নিয়েছে।
ছুটি রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আন্তর্জাতিক ইভেন্টে টাইটেল স্পনসর হতে পেরে গর্বিত। একতা, সুস্থতা ও আন্তর্জাতিক বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে
।ছুটি রিসোর্ট লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ও হোটেল অপারেটর প্রতিষ্ঠান, যা দেশের পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছুটি রিসোর্ট লিমিটেড বিভিন্ন অঞ্চলে প্রিমিয়াম রিসোর্ট ও অবকাশ যাপনের সুবিধা প্রদান করে থাকে।
ইভেন্টের আয়োজকদের পাশাপাশি, ঢাকায় রাশিয়ান দূতাবাস, Russian House Dhaka, GamePlay Limited এবং Hero League কে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়াও, আইন-শৃঙ্খলা বাহিনী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পর্যটন পুলিশ, সংবাদ মাধ্যম এবং সকল সহযোগী ব্যক্তিবর্গের অবদানও স্মরণীয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অনুপ্রেরণাময় হাফ-ম্যারাথনে অংশগ্রহণকারী সকল দৌড়বিদকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে, যাঁরা হাতিরঝিলের মনোরম পরিবেশে দৌড় দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন।
হ্যাপী