
ফেনী জেলায় জনসাধারণের সেবা প্রদানে জনগন যেন সঠিক সেবা নিতে পারে সেই লক্ষ্যে আজ (২৫ মে , রবিবার) ফেনী সদর মডেল থানায় এক ব্যতিক্রমী ভূমিকা পালন করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। তিনি আজ ফেনী মডেল থানায় এসে দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থানার ডিউটি অফিসারের কক্ষে অবস্থান করে সাধারণ সেবা নিতে আসা জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলেন।
এ সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ভোগান্তি ও সমস্যার কথা তুলে ধরেন পুলিশ সুপারের কাছে। তিনি মনোযোগ দিয়ে তাদের সবার কথা শোনেন এবং প্রতিটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
জনগণের সঙ্গে এমন সরাসরি সংযোগ স্থাপন পুলিশের সেবামূলক মানসিকতার পরিচায়ক হিসেবে প্রশংসিত হচ্ছে। উপস্থিত সাধারণ মানুষ পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফেনী জেলা পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগ জনগণের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন ফেনী স্থানীয় সচেতন নাগরিকরা।
মুমু