ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূমি ডিজিটালাইজেশন জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করছে — নিগার সুলতানা

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ০০:৫৮, ২৬ মে ২০২৫; আপডেট: ০০:৫৮, ২৬ মে ২০২৫

ভূমি ডিজিটালাইজেশন জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করছে — নিগার সুলতানা

ছবি : জনকণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেছেন, ভূমি ডিজিটালাইজেশন এখন জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করছে। জমি নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের জটিলতা ও হয়রানি দূর করতেই সরকার নানা আধুনিক প্রযুক্তি চালু করেছে। আজ ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে খতিয়ান যাচাই, নামজারি কিংবা অভিযোগ দাখিল—সবই এখন অনলাইনে করা যাচ্ছে। রবিবার ২৫ মে রায়পুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই মূলমন্ত্রকে ধারণ করে ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলাটি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এবং সেবাগ্রহীতাদের আধুনিক ব্যবস্থায় আগ্রহী করতে আয়োজন করা হয়েছে বলে জানান ভূমি সেবা প্রদানকারীরা।

রায়পুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে আগামী ২৭ মে পর্যন্ত। মেলায় স্থাপন করা হয়েছে ‘তথ্য ও সেবা বুথ’, যেখানে আগতদের ভূমি সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও প্রদর্শন করা হচ্ছে ভূমি সেবার নানা আধুনিক সুবিধা, যেমন—অনলাইন কর পরিশোধ, অনলাইনে নামজারি আবেদন, ভূমি রেকর্ড যাচাই, অভিযোগ ব্যবস্থাপনা প্রক্রিয়া ইত্যাদি।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ। মেলার মাধ্যমে ভূমি ব্যবস্থার স্বচ্ছতা, গতিশীলতা ও নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সানজানা

×