ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পিয়া জান্নাতুল

“তোমার টাকা আমার টাকা, আমার টাকাও আমার টাকা”

প্রকাশিত: ১৬:৪৩, ২৫ মে ২০২৫

“তোমার টাকা আমার টাকা, আমার টাকাও আমার টাকা”

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নারীদের উদ্দেশে বলেছেন, যৌতুকের দাবিতে কিংবা সম্পর্কের নামে যেকোনো ধরনের সহিংসতার শিকার হলে চুপ করে না থেকে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, “আমি মেয়েদের জন্য একটা কথাই বলবো—যদি কেউ আপনাদের মারধর করে, তা সে স্বামী হোক, বন্ধু হোক বা বয়ফ্রেন্ড, যেকোনো মানুষ হোক—তাহলে অবশ্যই প্রথমে একটা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবেন। এরপর সঙ্গে সঙ্গে থানায় গিয়ে জিডি করবেন, পুলিশকে অবহিত করবেন।”

নারীদের ওপর সমাজের বিভিন্ন ক্ষেত্রে ডমিনেশন বা কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করে পিয়া বলেন, “আমিও একজন আর্থিক ও মানসিকভাবে স্বাধীন নারী। তবুও অনেক সময় আমাকে ঘায়েল করতে চাওয়া হয়, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি আমাকে বুলি করা হয়। যারা এখনও স্বাধীন নয়, তাদের অবস্থাও আরও খারাপ।”

তিনি আরও বলেন, “আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যদিও ঢাকার আশপাশে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু সারাদেশে এখনো বহু মেয়েই পুরনো মানসিকতার শিকার। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, অনেক ছেলে উল্টাপাল্টা বিষয়ে জড়িত থাকে, আর মেয়েরা বিয়ের পর নিজেদের পুরোটা সংসারে উৎসর্গ করে দেয়।”

নারীদের অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে পিয়া বলেন, “অনেক মেয়েই এখনো মনে করে, ‘তোমার টাকা আমার টাকা, আর আমার টাকাও আমার টাকা।’ এই চিন্তা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ একজন-দুজনের ভুল ধারণার জন্য পুরো নারী জাতিকে কথা শুনতে হয়।”

পিয়া জান্নাতুলের মতে, নারী সমাজকে এগিয়ে নিতে হলে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং প্রয়োজন হলে সোচ্চার হওয়া খুবই জরুরি।

 

সূত্র: https://www.facebook.com/share/v/1AkiW8CFpE/

এএইচএ

×