ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় জরিমানা

নিজস্ব সংবাদদাতা,বোয়ালমারী,ফরিদপুর

প্রকাশিত: ২০:৫৩, ২৫ মে ২০২৫; আপডেট: ২০:৫৬, ২৫ মে ২০২৫

বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় জরিমানা

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার (২৫ মে) সন্ধ্যায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাকারিয়া (২৪) নামের এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। গরুর মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। পশু জবাই ও মাংসের মান আইন নিয়ন্ত্রণে এ জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে জাকারিয়া অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল। মাংসের পচা গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন দৈনিক জনকণ্ঠকে বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংসগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।

সাব্বির

×