ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরাও আন্দোলন করেছি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, আমি সচিবালয় চিনি নাই: গয়েশ্বর চন্দ্র

প্রকাশিত: ০০:২১, ২৬ মে ২০২৫; আপডেট: ০০:৪৫, ২৬ মে ২০২৫

আমরাও আন্দোলন করেছি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, আমি সচিবালয় চিনি নাই: গয়েশ্বর চন্দ্র

আমরাও আন্দোলন করেছি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, আমি সচিবালয় চিনি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৫ মে) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘এই বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তাদের ৯০% লেখাপড়ায় চলে গেছে। কেউ ফিল্ডে নাই। আমার নাতনী আপনারা আমার মেয়ে নিপুণ রায় চৌধুরীকে চিনেন ওর মেয়ে ইনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস টেন এ পড়ে এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত, এখন তাকে আনতে পারবেন না রাজনীতিতে।” 

‘‘আজকে যারা নাকি জুলাই-আগস্টের এগারো দিনের আন্দোলনে যারা মুকুট পড়লো অর্থাৎ ছাত্রদের সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হলো স্বাভাবিক কারণেই তো তারা আমাদের কাছে অনেক বড়, অনেক বড়। কিন্তু তারা নিজেরা নিজেরা ছোট হচ্ছে। যে জাতি তাদেরকে মাথা তুলেছে সেই তারা যদি মাথা থেকে পায়ের তলে পড়ে যায় সেজন্য কি জাতি দায়ী?”

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘আমরাও আন্দোলন করেছি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, আমি সচিবালয় চিনি নাই।”

‘‘কিন্তু উনারা (বৈষম্যবিরোধী ছাত্ররা) ডেইলি ডেইলি সচিবালয় যায় কেনো? উনারা ডেইলি ডেইলি ডিসি অফিসে যায় কেনো? উনারা এসপিদের ধমকায় কেনো? তারা টিএনও অফিসে বসে থাকে কেনো? তারা ওসি টেবিলে বসে থাকে কেনো?” ভোটের কথা বললে উনাদের যন্ত্রণা হয় কেনো?

রিফাত

আরো পড়ুন  

×