
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামীলীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরী হয়েছে, দেশের ভিতরে এবং বাইরে।
রবিবার (২৫ মে) স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ছবি সম্বলিত একটি ফেসবুক ফটোকার্ড শেয়ার করেন। এবং তার পোস্টে তিনি যা লিখেছেন তা মূলত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর রাজনৈতিক দলের সঙ্গে সভায় আলোচনার এক পর্যায়ের বক্তব্য।
তার পোস্টে তিনি লিখেছেন,
আওয়ামীলীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরী হয়েছে, দেশের ভিতরে এবং বাইরে। যাতে আমরা এগুতে না পারি, যাতে সবকিছু কলাপ্সড হয়ে যায়, আবার যাতে গোলামীতে ফেরত যাই।
-রাজনৈতিক দলের সঙ্গে সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ইমরান