
ছবিঃ সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে আহত চারজন বিষপান করে বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ মে) রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই সুচিকিৎসার অভাবে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। সরকারকে এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। আমরা চাই, এই আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুক রাষ্ট্র।”
এর আগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চারজন চোখ হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে বিষপান করেন তারা। তাদের তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
রিজভী আরও বলেন, “বিনা চিকিৎসায় তারা নিজেদের জীবন বিপন্ন করতে যাচ্ছিলেন। তাদের সবাইকে বলা হয়েছে, যেন এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটে। তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বাইরে থেকেও তিনি এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং নির্দেশনা দিচ্ছেন।”
তিনি আরও জানান, “বিএনপির পক্ষ থেকে ‘বিএনপি পরিবার’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। সেই সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে রুমন্ত মিথুনসহ অনেকে নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।”
ইমরান