ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ২১:৩৫, ২৫ মে ২০২৫

খাগড়াছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

ছবি : জনকণ্ঠ

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম। রোববার (২৫ মে) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এমএন আবছার বলেন, ‘২০ টাকার বিনিময়ে আগ্রহীরা সদস্য ফরম সংগ্রহ করছেন। যারা বিএনপির প্রাথমিক সদস্য হতে চান, তারা আবেদনপত্র জমা দেবেন। যাচাই-বাছাই শেষে যোগ্যদের সদস্যপদ দেওয়া হবে। একইসঙ্গে চলবে দলের পুরোনো সদস্যদের নবায়ন কার্যক্রম।’

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু জানান, কর্মসূচির প্রথম দিনেই শতাধিক নতুন সদস্য ফরম এবং অর্ধশতাধিক পুরাতন সদস্যদের নবায়ন ফরম বিতরণ করা হয়েছে। খুব শিগগিরই জেলার অন্যান্য উপজেলাতেও একই কার্যক্রম শুরু করা হবে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দুই মাস জুড়েই চলবে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। এতে অংশ নেওয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন।

সানজানা

×