
ছবি: সংগৃহীত
গাজায় অব্যাহত যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে "অসহনীয়" পরিস্থিতির কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইওহান ওয়াডেপুল। তিনি জানান, যুদ্ধ থামাতে ও সমাধানের পথ খুঁজতে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বার্লিন।
জার্মান টেলিভিশন ARD-এর "বারিখট আউস বার্লিন" অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াডেপুল বলেন,
“জার্মানির অবস্থান খুবই স্পষ্ট: গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন নয়, ক্ষুধার অবসান চাই। গাজা উপত্যকা এবং পশ্চিম তীর — উভয়ই ফিলিস্তিনের অংশ, একটি টু-স্টেট সল্যুশনের পথেই সমাধান খোঁজা জরুরি।”
জার্মানির এই অবস্থান এমন সময়ে প্রকাশ পেল যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং আরও বহু মানুষ ক্ষুধা ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। জার্মানি বারবার মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।
এসএফ