ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজার ৭৭% নিয়ন্ত্রণে ইসরায়েল, গণহত্যা ও জাতিগত নির্মূল অব্যাহত

প্রকাশিত: ০১:১০, ২৬ মে ২০২৫

গাজার ৭৭% নিয়ন্ত্রণে ইসরায়েল, গণহত্যা ও জাতিগত নির্মূল অব্যাহত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শনিবার ভোর থেকে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক হাসান মজদি আবু ওয়ারদা এবং তার একাধিক পরিবারের সদস্য।

ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম অফিস জানায়, ইসরায়েল বর্তমানে গাজা উপত্যকার ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যা “অব্যাহত গণহত্যা ও জাতিগত নির্মূল প্রক্রিয়ার” মাধ্যমে সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, বুধবার থেকে এখন পর্যন্ত ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই পরিমাণ ত্রাণ প্রায় ২০ লাখ মানুষের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, যারা দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৩,৯৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২২,৭৯৭ জন। তবে সরকারি গণমাধ্যম অফিসের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬১,৭০০ ছাড়িয়েছে। তাদের ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ মানুষকেও মৃত হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো আক্রমণে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ জিম্মি হন। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজায় ভয়াবহ প্রতিশোধমূলক অভিযান চালিয়ে আসছে, যার ভয়াবহতা দিন দিন বাড়ছে।

গণমাধ্যম, ত্রাণ সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ক্রমাগত সতর্ক করে আসছে যে, এই সংঘাত আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘনের দিকে যাচ্ছে।

এসএফ 

×