
ছবি আলজাজিরা
গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে একটি বসতবাড়ি ও তাবু লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এই হামলার খবর নিশ্চিত করেছে আল জাজিরা আরবি।
গাজা জুড়ে আজ দিনভর ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৯ মাসে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলের যুদ্ধ অভিযান অব্যাহত থাকায় গাজা অঞ্চলে মানবিক বিপর্যয় আরও গভীরতর হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
এসএফ