ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৯, ক্ষোভে ইউরোপ-আরব বিশ্ব

প্রকাশিত: ০৬:১২, ২৬ মে ২০২৫

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৯, ক্ষোভে ইউরোপ-আরব বিশ্ব

ছবি আলজাজিরা

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নারী, শিশু, সাংবাদিক, রেড ক্রসের দুই কর্মী এবং ১১ বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ। এদিকে, ইউরোপ ও আরব বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে মাদ্রিদে আয়োজিত সম্মেলনে স্পেন ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি স্থগিতের পক্ষে মত দিয়েছে এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কথা বিবেচনার আহ্বান জানিয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৫৩,৯৩৯ এবং আহত ১,২২,৭৯৭ জন। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন—যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এ হিসাবে মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।


ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা উক্ত ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ধ্বংস করেছে।


গাজায় যুদ্ধ বন্ধ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিতে মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়েছেন। স্পেনের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানানো হয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি মানবাধিকার লঙ্ঘনের কারণে স্থগিত করা উচিত।”

ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে। সেই হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০-র বেশি মানুষ অপহৃত হয়।

এসএফ 
 

আরো পড়ুন  

×