ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

লন্ডনে ডায়াসপোরা ও অক্সফামের ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

মুহাম্মদ শাহেদ রাহমান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, যুক্তরাজ্য

প্রকাশিত: ০৮:২৮, ২৬ মে ২০২৫; আপডেট: ০৮:৩৪, ২৬ মে ২০২৫

লন্ডনে ডায়াসপোরা ও অক্সফামের ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

যুক্তরাজ্যে বসবাসরত সাড়ে ছয় লাখেরও বেশি বাংলাদেশি ডায়াস্পোরা বা প্রবাসী যারা রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি এবং অ্যাকাডেমিয়াতে ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত। এই ডায়াস্পোরাদের সঙ্গে বাংলাদেশের উন্নয়নে আরও গভীর ও অর্থবহ সংযোগ স্থাপনের লক্ষ্যে অক্সফাম আনুষ্ঠানিকভাবে “ব্রিজ টু বাংলাদেশ” নামে নতুন একটি প্লাটফর্মের উদ্বোধন করেছে।

শনিবার (২৪ মে) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি শুভ সূচনা করা হয়। এ প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো- প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, বিনিয়োগ ও প্রচারণাকে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার যেমন—জলবায়ু সহনশীলতা, জেন্ডার সমতা, মানবিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সংযুক্ত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের নীতিনির্ধারক, কূটনীতিক, প্রবাসী নেতা, সংসদ সদস্য, অ্যাকাডেমিশিয়ান, উন্নয়ন বিশেষজ্ঞ এবং দ্বিতীয় প্রজন্মের তরুণরা। লন্ডনের টাওয়ার হ্যামলেটস, বার্মিংহাম ও লুটনসহ অন্যান্য শহরে বা এলাকায় বসবাসরত এই প্রবাসী সম্প্রদায়টি নীতিনির্ধারক, রাজনীতিবিদ, উদ্যোক্তা, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাস্থ্যসেবা কর্মী এবং জননেতাদের নিয়ে গঠিত হয় প্ল্যাটফর্মটি । প্রতিবছর তারা বাংলাদেশে দেড় বিলিয়নে মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, “আমাদের প্রবাসীরা কেবল টাকা পাঠান না, তারা এ কমিউনিটিকে গড়ছেন, বাংলাদেশকে প্রতিটি সংকটে সহযাত্রী হয়েছেন। ‘ব্রিজ টু বাংলাদেশ’ এখন তাদের সেই শক্তিকে ভবিষ্যৎ নির্মাণের অংশীদার করবে।”

অক্সফ্যাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে বলেন, “প্লাফর্মটি শুধুমাত্র আবেগ বা স্মৃতির জন্য নয়—এটি জাতি নির্মাণে সহযোগিতা করবে। প্রবাসীদের আছে মূলধন, কিন্তু তার বাইরেও আছে চিন্তা, নেটওয়ার্ক, প্রভাব। আমরা চাই সেই সম্ভাবনাকে কাজে লাগাতে।
 

নোভা

×