ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি: সভাপতি শাহেদুল,সম্পাদক সুহেল

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:০০, ২৫ মে ২০২৫; আপডেট: ১২:০৪, ২৫ মে ২০২৫

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি: সভাপতি শাহেদুল,সম্পাদক সুহেল

এক ঝাক সংবাদকর্মীর উপস্থিতিতে মিশিগানে বাংলা প্রেসক্লাব-২০২৫-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সৈয়দ সাহেদুল হক কে সভাপতি এবং উত্তর আমেরিকা ভিত্তিক ইলেকট্রনিক মিডিয়া টিবিএন টুয়েন্টি ফোর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সুহেলকে সাধারণ সম্পাদক ও সেলিম আহমেদকে সহ-সভাপতি করা হয়।

আজ দুপূরে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ আলিফ রেষ্টুরেন্টে শামীম আহসানের সভাপতিত্বে ও আশিক রহমানের সন্চালনায় অনুষ্ঠিত এক সাধারণ সভা ও ভূড়িভোজ পর্ব থেকে এই কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ। সদস্যরা হলেন- শামীম আহসান, ডিবিসি নিউজের প্রতিনিধি আশিক রহমান, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, দেওয়ান কাওসার এবং সৈয়দ আসাদুজ্জামান সোহান।

নোভা

×