
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত রেডিও বার্তায় “অপারেশন সিঁদুর”-এর কথা তুলে ধরেন এবং পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) ভারতীয় বাহিনীর ধ্বংস করা সন্ত্রাসী ঘাঁটির ছবি দেখান।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ৭ মে ভারত অভিযান চালিয়ে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয়। রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান।
গুলপুর, আব্বাস (কোটলি) ও বারনালা (ভিম্বার) ক্যাম্প ধ্বংসের কথা জানিয়ে মোদী বলেন, গুলপুর ছিল রাজৌরি-পুঞ্চে লস্করের ঘাঁটি, আব্বাসে আত্মঘাতী জঙ্গি প্রশিক্ষণ চলত, আর বারনালায় অস্ত্র ও বেঁচে থাকার কৌশল শেখানো হতো।
তিনি বলেন, “অপারেশন সিঁদুর আমাদের সাহস, সংকল্প আর আত্মনির্ভর ভারতের প্রতিচ্ছবি। এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং একটি রূপান্তরিত ভারতের বার্তা।”
ভারতের নিজস্ব প্রযুক্তি ও অস্ত্রে ভর করে এই অভিযান সফল হয়েছে বলেও জানান তিনি।
এই অভিযানে আরও ধ্বংস হয় বাহাওয়ালপুরের জেইএম সদর দপ্তর ‘মার্কাজ সুবহান’, লস্করের মুরিদকের ‘মার্কাজ তাইবা’ এবং সিয়ালকোট ও মুজাফফরাবাদের চারটি প্রশিক্ষণ ঘাঁটি।
অভিযানের পর পাকিস্তান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালায়, তবে ভারত তা প্রতিহত করে এবং জবাবে পাকিস্তানের বিমানঘাঁটিতে আঘাত হানে। ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।
সূত্র: https://www.ndtv.com/india-news/operation-sindoor-in-1st-mann-ki-baat-address-after-indias-attack-on-terror-camps-in-pakistan-pok-pm-narendra-modi-shows-damaged-lashkar-camps-8502175#pfrom=home-ndtv_topscroll_Imagetopscroll
এএইচএ