ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

২০২৫ সালে টেক দুনিয়ায় গণছাঁটাই যে "স্মার্ট" স্ট্র্যাটেজির পথে !

প্রকাশিত: ১৬:৩৭, ২৫ মে ২০২৫

২০২৫ সালে টেক দুনিয়ায় গণছাঁটাই যে 

২০২৫ সালে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঢেউ বয়ে যাচ্ছে প্রযুক্তি জগতে। মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও সাইবার সিকিউরিটি কোম্পানি ক্রাউডস্ট্রাইকসহ একাধিক প্রযুক্তি জায়ান্ট হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। ধীর আয় বৃদ্ধির হার, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত প্রসার এর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বছরই চাকরি হারিয়েছেন ৬১,০০০+ প্রযুক্তিকর্মী
Layoffs.fyi-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইতিমধ্যেই ১৩০টির বেশি প্রযুক্তি কোম্পানি সম্মিলিতভাবে ৬১,০০০-এরও বেশি কর্মী ছাঁটাই করেছে। শুধু মাইক্রোসফটেই ছাঁটাই হয়েছে প্রায় ৬,০০০ কর্মী, যা ২০২৩ সালের পর তাদের সবচেয়ে বড় ছাঁটাই। ১৩ মে ঘোষিত এই ছাঁটাই মূলত প্রশাসনিক স্তর কমিয়ে ইঞ্জিনিয়ারিং দক্ষতার উপর বেশি জোর দেওয়ার পরিকল্পনার অংশ। এর মধ্যে শুধু ওয়াশিংটন রাজ্যেই ২,০০০ জনের চাকরি গেছে।

চুপিচুপি কর্মী কমাচ্ছে গুগল
গুগল তার দীর্ঘমেয়াদি রিসট্রাকচারিং চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ১২,০০০ জনের চাকরি কাটার পর এবার ২০২৫-এর মে মাসে গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন বিভাগ থেকে আরও ২০০ জনকে ছাঁটাই করেছে। এর আগেও তারা Pixel, Android, Chrome ও Cloud ইউনিট থেকে লোক কমিয়েছে।

অ্যামাজন পিছিয়ে যাচ্ছে কিছু প্রজেক্ট থেকে
অ্যামাজন তার ডিভাইস ও সার্ভিসেস ইউনিট যেখানে কাজ হয় অ্যালেক্সা, কিন্ডল ও স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়ে সেখান থেকে ১০০ কর্মীকে ছাঁটাই করেছে। নতুন পণ্য কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট পুনর্বিন্যাসের লক্ষ্যে এই সিদ্ধান্ত।

ক্রাউডস্ট্রাইকের ৫% ছাঁটাই, টার্গেট প্রফিট
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক তাদের বৈশ্বিক কর্মীসংখ্যার ৫% ছাঁটাই করেছে। তারা এটিকে বাজারের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মেলানোর কৌশল হিসেবে বর্ণনা করেছে।

আইবিএম-এর আলাদা কৌশল: AI-এর সাশ্রয় নতুন কর্মী নিয়োগে ব্যয়
আইবিএম কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিছু HR ফাংশন স্বয়ংক্রিয় করার ফলে শত শত কর্মী ছাঁটাই করলেও সেখান থেকে সাশ্রয়কৃত অর্থ আবার প্রোগ্রামার ও বিক্রয় বিভাগের নতুন কর্মী নিয়োগে খরচ করছে। সিইও অরবিন্দ কৃষ্ণা জানিয়েছেন, এটি একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ দক্ষতার উন্নয়ন ও উদ্ভাবনে সমান মনোযোগ।

সংক্ষেপে বার্তা: "স্মার্ট", "স্লিম", "সাসটেইনেবল" টেকনোলজি টার্গেট
সবচেয়ে বড় বিষয় হলো প্রতিটি কোম্পানি কর্মী সংখ্যা কমিয়ে দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। অর্থনৈতিক চাপ ও AI-এর উত্থানের ফলে টেক কোম্পানিগুলো এখন আগের তুলনায় বেশি 'চটপটে' এবং 'সাশ্রয়ী' হতে চাইছে।

শেষ কথায় বলাই যায়, টেক ইন্ডাস্ট্রিতে এখন মূলমন্ত্র "কমে বেশি লাভ, প্রযুক্তিতে কৌশলী পেশা।"

 

সায়মা

×