
ছবি: সংগৃহীত
দুই টেক্সাসবাসীকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে প্রতারণার মাধ্যমে কাজে লাগিয়ে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল হাদী মুরশিদ (৩৯) ও মোহাম্মদ সালমান নাসির (৩৫)। তারা দু’জনই মূলত পাকিস্তানের নাগরিক হলেও বর্তমানে টেক্সাসে বসবাস করছিলেন। এফবিআই ডালাস এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার যৌথ তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা, ভিসা জালিয়াতি, অর্থপাচার ষড়যন্ত্র এবং 'র্যাকেটিয়ারিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন অ্যাক্ট' (রিকো) অনুযায়ী অপরাধ সংঘটনের ষড়যন্ত্রসহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
উত্তর টেক্সাসের ভারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি চ্যাড ই. মিচাম এই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ ছাড়া মুরশিদ ও নাসিরের বিরুদ্ধে বেআইনিভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়া এবং তা পাওয়ার চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তরা “দ্য ল’ অফিসেস অব ডি. রবার্ট জোনস পিএলএলসি” এবং “রিলায়েবল ভেঞ্চারস ইনক.” নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় আর্থিক লাভের উদ্দেশ্যে একটি বড় পরিসরের ভিসা জালিয়াতির চক্র পরিচালনা করতেন।
তদন্তকারীরা দাবি করেছেন, তারা "ভিসা প্রত্যাশী" হিসেবে পরিচিত কিছু বিদেশি নাগরিকের পক্ষে মিথ্যা ও ভুয়া আবেদন জমা দিয়ে তাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানের সুযোগ করে দিতে
দোষী সাব্যস্ত হলে মুরশিদ ও নাসির - উভয়েই ফেডারেল আদালতে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
এএইচএ